ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পতাকা বৈঠক শেষে বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ২২, ২০২০
পতাকা বৈঠক শেষে বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২২ জুন) সকাল ৯টা ১০ মিনিটে ওই সীমান্তে শুরু হওয়া পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোরকমণ্ডল ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গোরকমণ্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন খারিদা হরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার।

 

আটক বাংলাদেশি যুবক শাহ আলম মিয়া টারু (২১) ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্তবর্তী গোরকমণ্ডল গ্রামের হোসেন আলীর ছেলে।  

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার (২১ জুন) দিনগত রাত ১২টার দিকে আন্তর্জাতিক পিলার নম্বর ৯২৯-এর সাব চার এসের পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় গেলে ভারতের খারিদাহরিদাস ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই যুবককে ধরে নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীনস্ত শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক যুবক শাহ আলম মিয়া টারুর বিরুদ্ধে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২২, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।