ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় করোনা প্রতিরোধে চার আসনের অটোরিকশা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ২২, ২০২০
মাগুরায় করোনা প্রতিরোধে চার আসনের অটোরিকশা 

মাগুরা: মাগুরায় স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে শহরে চলমান অটোরিকশার কাঠামো পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্টবিশিষ্ট অটোরিকশার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এসময় মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, যশোর সেনানিবাসের ২ আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল আতিফ সিদ্দিকী, মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৫টি চলমান অটোরিশার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্টবিশিষ্ট রিকশায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে রিকশায় চলমান যাত্রিদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে।

পর্যায়ক্রমে শহরে চলমান সব অটোরিকশা চার প্রকোষ্টবিশিষ্ট রিকশায় রূপান্তরিত করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।