ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ২১, ২০২০
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা, আটক ৩

বাগেরহাট: অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার চেষ্টার দায়ে তিনজনকে আটক করেছে বন বিভাগ।

রোববার (২১ জুন) বিকেলে মামলা দায়ের পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

এর আগে শনিবার (২০ জুন) দিনগত রাতে সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা।

 

আটকরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে বেল্লাল (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল (৩২), খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ইসরাফিল (৩০)।  

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, শনিবার রাতে ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। সেসময় ট্রলারে তল্লাশি করে ছয় বোতল মাছ ধরার বিষ, সাত বস্তা নিষিদ্ধ জাল ও তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। আটকদের সুন্দরবনে প্রবেশের কোনো পাস পারমিট (অনুমতি) ছিল না। সম্পূর্ণ অবৈধভাবে তারা বিষ দিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছিলেন। আটক তিনজনের নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।