ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শাশুড়ি-ননদ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুন ২১, ২০২০
সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শাশুড়ি-ননদ আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মুন্নী খাতুন (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

মুন্নী খাতুন ওই মহল্লার মৃত আসকর আলীর মেয়ে ও একই মহল্লার জাহিদ শেখের স্ত্রী।

আটকরা হলেন- একই মহল্লার মৃত সোলায়মান আলীর স্ত্রী মমতা খাতুন ও তার মেয়ে রুনা খাতুন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফারুক সরকার জানান, যৌতুকের দাবিতে মুন্নী খাতুনকে তার স্বামী, শাশুড়ি ও ননদ দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। আজ রাতেও তারা নির্যাতন করে। মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জুন ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।