ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বেলাবোতে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ২০, ২০২০
বেলাবোতে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

নরসিংদী: করোনা সংক্রমণ উপসর্গ নিয়ে নরসিংদীর বেলাবোতে মজলুল হক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে তিনি মারা যান।

মজলুল হক ওই গ্রামের মৃত সামত আলীর ছেলে ও বটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

বেলাবো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন মজলুল হক। বাড়িতে চিকিৎসা নেওয়ার পরও স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় গত ১৭ জুন তিনি করোনা পরীক্ষার জন্য বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। কিন্তু ফলাফল আসার আগেই দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি।  

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা কুইক রেসপন্স টিমের সাহায্যে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করে জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান ডা. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।