ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনা উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২০, ২০২০
সিলেটে করোনা উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

সিলেট: করোনা উপসর্গ নিয়ে সিলেটে আবু সাঈদ আব্দুল্লাহ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে সিলেটের দক্ষিণ সুরমার নর্থইস্ট হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরের টিকরপাড়া দারগা বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে তিনি ভর্তি হলেও আমাদের ধারণা তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অ্যাডভোকেট আবু সাঈদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৯৮৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৫৮ জন।  

আক্রান্তের দিক থেকে এ পর্যন্ত বিভাগের চার জেলার মধ্যে সিলেটে ১৬৮৮ জন, সুনামগঞ্জে ৭৮৫ জন, হবিগঞ্জে ২৭৬ জন ও মৌলভীবাজারে ২৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২০, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ