ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমোহনে আগুনে ১০ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুন ২০, ২০২০
লালমোহনে আগুনে ১০ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি 

ভোলা: ভোলার লালমোহন উপজেলা সদরের উত্তর বাজারে আগুন লেগে অন্তত ১০ দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দিনগত রাতে উত্তর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেস্টা করে। পরে বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও দু’টি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনে কাঁচা মালের আড়ৎ, ফার্মেসি, চায়ের দোকান, মাংসের দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসাস রুমি ও পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন। সেসময় ইউএনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।