ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্ত সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
করোনা আক্রান্ত সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান

নীলফামারী: গত ২৪ ঘণ্টা নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ আট জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬৪ জনে দাঁড়ালো।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার দিনাজপুরের এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব থেকে আসা ফলাফলে আট জনের করোনা পজিটিভ আসে।

এদের মধ্যে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানসহ তিনজন, প্রগতিপাড়ার একজন, জলঢাকার মাথাভাঙ্গার একজন, ডিমলার মেডিক্যাল মোড়ের একজন, ডালিয়ার একজন ও কিশোরগঞ্জের মাগুড়ার একজন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।