ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় ঢাকায় আরেক আইনজীবীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুন ১৯, ২০২০
করোনায় ঢাকায় আরেক আইনজীবীর মৃত্যু

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে শেখ নাসির উদ্দিন আহমেদ (৭২) নামে ঢাকায় আরেকজন আইনজীবী মারা গেছেন। 

শুক্রবার (১৯ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত শেখ নাসির উদ্দিন ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য।

কোভিড-১৯ পজিটিভ নিয়ে তিনি গত ৯ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত।

ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় ও করোনার লক্ষণ নিয়ে এর আগেও ঢাকায় কয়েকজন আইনজীবী মারা যান।

প্রয়াত এ আইনজীবীর গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর থানার আমঝুপি গ্রামে। ঢাকার গ্রিন রোডে থাকতেন তিনি।

শেখ নাসির উদ্দিন ১৯৮৬ সালে সনদপ্রাপ্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুমের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে রায়েরবাগ কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে আইনজীবী শেখ নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
কেআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad