bangla news

নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ১০:০৩:৫৬ পিএম
তিস্তা ব্যারেজ। ছবি: বাংলানিউজ

তিস্তা ব্যারেজ। ছবি: বাংলানিউজ

নীলফামারী: উজানের প্রবল বৃষ্টিপাত ও ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। ইতোমধ্যে বেশকিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে এলাকার মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার (১৯ জুন) সকাল ৬টা ও ৯টায় তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার (৫২ দশমিক ৬০ মিটার) ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে সকাল থেকে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করলেও দুপুর ১২টার পর থেকে পানি কমতে শুরু করে। বিকেল ৩টার দিকে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। বন্যার আশঙ্কায় আমরা সতর্কাবস্থায় আছি।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন, গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ভোরে নদীর পানি বৃদ্ধি পায়। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি।

একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের মানুষজন বন্যার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছেন। 

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নীলফামারী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 22:03:56