ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুন ১৯, ২০২০
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মেঘলা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের মিরপুর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেঘলা চর রায়পুর গ্রামের মো. রাজার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ বাংলানিউজকে জানান, দুপুরে স্কুলছাত্রী মেঘলা বাড়ি থেকে চর রায়পুর থেকে রিকশায় করে মালশাপাড়ায় নানার বাড়ি যাচ্ছিল। রিকশাটি ঘটনাস্থলে পৌঁছার আগেই তার ওড়নাটি রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগে এবং শিশুটি পড়ে যায়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।