ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০২০
মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ রানা জলিল (৩২) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জলিল উজানপাড়ার আব্দুস জব্বারের ছেলে।

তিনি বিজিবি বাহিনীতে কুষ্টিয়া জেলায় কমর্রত ছিলেন।

স্বজনরা জানান, এক সপ্তাহ আগে কর্মস্থল কুষ্টিয়া থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন জলিল। শুক্রবার বিকেলে তিনি নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।