bangla news

করোনা আক্রান্ত সুবর্ণচরের ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৭:৪৮:০৯ পিএম
...

...

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল হাসান করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েলা সুলতানা ঝুমা। 

এর আগে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ ভবন ‘লকডাউন’ ঘোষণা করেন ইউএনও ইবনুল হাসান।

ডা. সায়েলা সুলতানা ঝুমা জানান, শুক্রবার বিকেলে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ইউএনও সহ আরও চার জনের করোনা পজিটিভ এসেছে। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। 

ইউএনও ইবনুল হাসান বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে জ্বর ও মাথা ব্যথা থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। শনিবার তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হবে।

** এসিল্যান্ড করোনা আক্রান্ত, সুবর্ণচর উপজেলা পরিষদ লকডাউন

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   নোয়াখালী করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 19:48:09