ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে লকডাউন অমান্য করায় তিনজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
রূপগঞ্জে লকডাউন অমান্য করায় তিনজনকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে লকডাউন অমান্য করে বাইরে ঘুরাফেরা করায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন) দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লকডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, শুক্রবার দুপুরে পর্যন্ত রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে ঘুরে বেড়ানোর কারণে তিনজনকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউন চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ