ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সড়কপথে বাংলাদেশ ছাড়লেন ১২৪ ভারতীয় নাগরিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুন ১৯, ২০২০
সড়কপথে বাংলাদেশ ছাড়লেন ১২৪ ভারতীয় নাগরিক

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত ১২৪ ভারতীয় নাগরিক সড়কপথে নিজেদের দেশে ফিরে গেছেন। 

শুক্রবার (১৯ জুন) আখাউড়া- আগরতলা স্থলসীমান্ত দিয়ে তারা ভারতে ফিরে যান।

ভারতীয় হাইকমিশন জানায়, শুক্রবার ১২৪ ভারতীয় নাগরিক আখাউড়া স্থল সীমান্তপথে ভারতে ফিরেছেন।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে আটকে ছিলেন।  

করোনা পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া নাগরিকদের ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বন্দে ভারত মিশন’ নামে প্রত্যাবাসন কার্যক্রম চালিয়ে আসছে ভারত। এর আওতায় যারা চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসাসহ বিভিন্ন কারণে লকডাউনের আগে বিশ্বের নানা দেশে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের ধাপে ধাপে বিমান ও সড়ক পথে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় হাইকমিশন।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০ 
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।