ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়া বন্দর দিয়ে দেশে ফিরল আরও ১২৩ ভারতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
আখাউড়া বন্দর দিয়ে দেশে ফিরল আরও ১২৩ ভারতীয়

ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তৃতীয় দফায় আরও ১২৩ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। তারা করোনা ভাইরাসের কারণে আটকে পড়েছিল।

শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান তারা।  

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বলেন, ভারতীয় নাগরিকরা ভ্রমণসহ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন।

পরে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর তারা নিজ দেশে ফেরার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন। এই নিবন্ধনের আওতায় শুক্রবার তৃতীয় দফায় ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন।  

এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৮ জুন) ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে যান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad