bangla news

দ. কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী আনলো বিমানবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৫:৩০:৪১ পিএম
বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজ

বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজ

ঢাকা: দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী আনল বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন উড়োজাহাজ। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ওই চিকিৎসাসামগ্রী নিয়ে আসে  বিমানবাহিনীর এ উড়োজাহাজ। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে বৃহস্পতিবার রাতে (১৮ জুন)দেশে ফিরেছে। 

করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন প্লেনের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন ও পিপিইসহ অন্য চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। 

এর আগে স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনার লক্ষ্যে ১৭ জুন সকালে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন প্লেন নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
 
এতে আরও বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
টিএম/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 17:30:41