bangla news

মুন্সিগঞ্জে নিখোঁজ মিশুকচালক কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৪:৩৪:২০ পিএম
মো. তুহিন

মো. তুহিন

মুন্সিগঞ্জ: নিখোঁজ হওয়ার তিনদিন পর মুন্সিগঞ্জে মেঘনার শাখা নদী থেকে ব্যাটারিচালিত মিশুকচালক মো. তুহিনের (১৪) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে জেলা সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভোতারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়া।

তুহিন একই উপজেলার হাটলক্ষীগঞ্জ এলাকার মো. মামুন বেপারির ছেলে। সে গত ১৬ জুন একই এলাকার বন্ধু মেহেদীর (১৫) ভাড়ায়চালিত মিশুক চালাতে গিয়ে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলানিউজকে জানান, নিখোঁজের তিনদিন পর মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিশুকটির মালিক, প্রকৃত চালকসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সদর থানায় নিখোঁজের স্বজনরা সাধারণ ডাইরি (জিডি) করেছেন। 

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-06-19 16:34:20