ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালদ্বীপ থেকে শুক্রবার ফিরছেন ২০০ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০২০
মালদ্বীপ থেকে শুক্রবার ফিরছেন ২০০ বাংলাদেশি

ঢাকা: মালদ্বীপে অবস্থানরত ২শ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরছেন শুক্রবার ( ১৯ জুন )।  

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।  

মালদ্বীপ থেকে মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেনে শুক্রবার সন্ধ্যায় এসব বাংলাদেশি দেশে ফিরবেন।

করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপে আটকে পড়েছেন। সে কারণে ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এর আগেও কয়েক দফায় মালদ্বীপ থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া শুভেচ্ছা সামগ্রী হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ পাঠানো হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।