ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ১৯, ২০২০
সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই

সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। গত ৩০ ঘন্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।   

শুক্রবার (১৯ জুন) বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। আজ দুপুরে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ২০ মিটার রেকর্ড করা হয়েছে।

গত ৩০ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে ২৫ সেন্টিমিটার।  

তিনি বলেন, আরও কিছুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। কয়েকদিনের মধ্যে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা (১৩ দশমিক ৩৫ মিটার) অতিক্রম করতে পারে।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের ফসলি জমিগুলো তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসল। যমুনা নদী অধ্যুষিত জেলার ৫টি উপজেলার প্রায় ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, ১৯ জুন, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।