bangla news

করোনা উপসর্গ নিয়ে গোপালগঞ্জে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৩:০৪:১৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা উপসর্গ নিয়ে আশরাফুজ্জামান বাবু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, কয়েকদিন আগে শ্বাসকষ্ট, সর্দি, জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে তিনি গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গেলেও চিকিৎসা না পেয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

ইউএনও আরও জানান, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রক্রিয়া শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 15:04:15