ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে শহিদ শেখ (৫৫) নামে এক ইট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ওই ইউনিয়নের বাঘলপুরের সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদ একই উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।

খানখানাপুর ইউনিয়নের স্থানীরা জানান, দুপুরে নিজ মোটরসাইকেলে করে খানখানাপুর বাজার থেকে বাজার করে বাড়ির দিকে যাচ্ছিলেন শহিদ। পথে বাঘলপুর এলাকায় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়।  

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, সন্ত্রাসীরা শহীদের মাথার সামনের দিক থেকে গুলি করেছে। গুলিটি সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।