ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ডাক বিভাগের গাড়িতে বিনামূল্যে কৃষকের আম পরিবহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ১৯, ২০২০
ডাক বিভাগের গাড়িতে বিনামূল্যে কৃষকের আম পরিবহন

খাগড়াছড়ি: সরকারের ‘কৃষক বন্ধু ডাকসেবা’ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় মৌসুমি ফল পরিবহন শুরু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে বাংলাদেশ ডাক বিভাগের গাড়িতে করে ঢাকায় পাঠানো হয় চার মেট্রিন টন আম্রপালি আম। প্রথমবারের মতো খাগড়াছড়ির প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে জেলার বিশিষ্ট দু’জন আম বাগানির আম ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় এখন থেকে প্রতিদিনই আম্রপালি আম পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তুষার কান্তি চাকমা।  

এদিকে এ ধরনের সরকারি উদ্যোগে খুশি আম বাগানি ও কৃষকরা। এর আগে ডাক বিভাগের পরিবহনে বিনামূল্যে লিচু ঢাকায় পাঠানো হয়।  

খাগড়াছড়ি কৃষি বিপণন কর্মকর্তা তুষার কান্তি চাকমা বলেন, কৃষকের কথা চিন্তা করে ডাক বিভাগ এমন উদ্যোগ গ্রহণ করেছে। এতে প্রত্যন্ত এলাকার কৃষকরা বিনামূল্যে ঢাকায় আম পরিবহন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।