ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে জেলা জজ আদালতের ২ কর্মচারী করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
কুড়িগ্রামে জেলা জজ আদালতের ২ কর্মচারী করোনা আক্রান্ত

কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা জজ আদালতের ২ কর্মচারীসহ ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এরমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬০ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলা জজ আদালতের দুই কর্মচারীসহ ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এর আগে কুড়িগ্রাম জেলা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) তৈয়ব আলী গত ১৫ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর কর্মচারীদ্বয় আক্রান্ত হলেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান ও জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম করোনা আক্রান্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাওয়া ফলে জেলা জজ আদালতের দুই কর্মচারী ছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলায় তিনজন এবং নাগেশ্বরী উপজেলায় ২ জন নতুন করে শনাক্তসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এরমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬০ জন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আদালতের ২ কর্মচারী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রম চলমান রাখা যেতে পারে। তবে এ বিষয়ে জেলা ও দায়রা জজ মহোদয়ের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এফইএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad