ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: মাদারীপুরে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ১৯, ২০২০
করোনা: মাদারীপুরে ৪ জনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাওসার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর হাসপাতালের আইসলেশনে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর রহমান ও দূর্গাবর্দ্দী এলাকার আনিচুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সকাল ও বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তারা মারা যান।

মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সদর হাসপাতালের আইসলেশনে চিকিৎসাধীন অবস্থায় থাকা কাওসার নামে এক ব্যক্তি মারা যান। তার বাড়ি শহরের জর্জকোর্ট এলাকায়।

এদিকে, স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মাদারীপুরের থানতলী এলাকার আজাদ খান শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া রাস্তি এলাকার আলমগীর বেপারী গত রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন এবং দূর্গাবর্দ্দী এলাকার আনিচুর রহমান করোনা উপসর্গ নিয়ে গত রাতে মারা যান।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে আইসলেশনে থাকা করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।