bangla news

বান্দরবানে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ১:৫২:২৫ পিএম
আসামি মংউশে মারমা

আসামি মংউশে মারমা

বান্দরবান: বান্দরবানের কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চাইশৈহ্লা মারমা হত্যা মামলার প্রধান আসামি মংউশে মারমাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বান্দরবানের কুহালং ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুহালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বাংলানিউজকে বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৫ জুন) রাতে বান্দরবানের কুহালং ইউনিয়নের ইউপি সদস্য চাইশৈহ্লা মারমাকে অজ্ঞাত সন্ত্রাসীরা নিজ বাসায় প্রবেশ করে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 13:52:25