ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে মৃত মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত, জেলায় আক্রান্ত ১১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুন ১৯, ২০২০
পঞ্চগড়ে মৃত মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত, জেলায় আক্রান্ত ১১৮

পঞ্চগড়: পঞ্চগড়ে মারা যাওয়ার ৩ দিন পর ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত হয়েছে। ওই মুক্তিযোদ্ধার বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে। এর আগে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ করোনার উপস্বর্গ নিয়ে গত ১৩ জুন (শনিবার) দিনগত রাতে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ওই মুক্তিযোদ্ধাসহ ৩ জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে।

এর মধ্যে আরেকজন পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার কামাত পাড়ার ৬০ বছর বয়সী পল্লী চিকিৎসক। গত কিছুদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। অপরজন বোদা উপজেলার ঝলই শালশিলি ইউনিয়নের কামার পাড়া গ্রামের ২৬ বছর একজন পুরুষ। এ নিয়ে নতুন ৩ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৮ জন। আর ওই মুক্তিযোদ্ধাসহ মারা গেছেন মোট ৩ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘন্টা, জুন ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।