bangla news

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ২:১০:৩২ এএম
...

...

ঢাকা: রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকার একটি ওয়ার্কশপের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (২৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালি সোনাইমুড়ি উপজেলার মোস্তফা হোসেনের ছেলে জাহিদ। তিনি থাকতেন ডিআইটি প্রজেক্ট ৫নম্বর রোডের ৮৭২ নম্বর ওই দোকানেই।

দোকান মালিক দীপু মৃধা জানান, বিকেলে ওয়ার্কশপের ভিতরেই কাজ করছিল জাহিদ। তখন তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬মাস ধরে কাজ করছিল সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, মৃতেদহ মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানায় ঘটনাটি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এজেডএস/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 02:10:32