ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে করোনায় আক্রান্ত ৩৪ পুলিশ সদস্য 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২০
রাঙামাটিতে করোনায় আক্রান্ত ৩৪ পুলিশ সদস্য 

রাঙামাটি: রাঙামাটিতে এ পর্যন্ত ৩৪ পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছুফিউল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, প্রথমে ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এরপর বুধবার (১৭ জুন) রাতে আরও ১৪ পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এএসপি ছুফিউল্লাহ আরও জানান, আক্রান্তদের সবাই বর্তমানে জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন ইন্সপেক্টর পদমর্যাদার আরআইও, রাঙামাটি গোয়েন্দা শাখার একজন ইন্সপেক্টর (ওসি), একজন সাব-ইন্সপেক্টর এবং বাকিরা পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।