ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকা ছাড়লেন রাশিয়ার ৬৮ নাগরিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জুন ১৮, ২০২০
ঢাকা ছাড়লেন রাশিয়ার ৬৮ নাগরিক

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত ৬৮ জন রাশিয়ার নাগরিক ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার রাশিয়ার দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, রাশিয়ার এ ৬৮ নাগরিক ১৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উরাল এয়ারলাইন্সের এক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।

রাশিয়ার নাগরিকরা সিদ্ধিরগঞ্জ থার্মাল পাওয়ার স্টেশনে কাজে নিযুক্ত ছিলেন। তবে তারা করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে পড়েছিলেন।

আটকে পড়া এ নাগরিকরা ঢাকা থেকে সরাসরি কাজান শহরে গিয়েছেন। বাংলাদেশ সরকারের সহযোগিতায় রাশিয়ার বাংলাদেশ দূতাবাস এসব নাগরিকদের পাঠাতে সহায়তা করেছে বলে জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।