bangla news

আর্থিক সাহায্য পেলেন কর্মহীন-অসহায় শিল্পীরা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৮ ৭:৪০:২৭ পিএম
শিল্পীদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

শিল্পীদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মহীন ও অসহায় শিল্পীরা পেলেন আর্থিক সাহায্য। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপের পক্ষ থেকে এই সাহায্য প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘শ্রীমঙ্গলের শিল্পীদের পাশে আমরা কজন’ এর আয়োজনে বিভিন্ন বিভাগে ৫৫ জন শিল্পীকে দু’ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়াও ২৫ জন যন্ত্রশিল্পীদের মাঝে এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
বিবিবি/এইচএডি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-18 19:40:27