ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এমপি মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমপি মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি মোকাব্বির খান

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজা কিবরিয়া বলেন, করোনা আক্রান্ত এমপি মোকাব্বির খানের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।

তিনি শারীরিক শক্তি ফিরে পাচ্ছেন। তিনি স্বাভাবিকভাবে এবং অধিকমাত্রায় অক্সিজেন গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের কাছ থেকে তিনি যে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তাতে তিনি খুশি ও কৃতজ্ঞ।  

রেজা কিবরিয়া আরও বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক ও নার্সদের কাছ থেকে উন্নতমানের সেবা পাওয়ায় তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ১৫ ‍জুন বিকেল তিনটায় শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন এমপি মোকাব্বির খান । ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। ১৬ জুন দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তখন থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad