ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় করোনায় চারজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ১৮, ২০২০
বগুড়ায় করোনায় চারজনের মৃত্যু

বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সোয়া ২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার কলোনী লতিফপুর এলাকার আনোয়ার হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার মাটিডালি এলাকার খলিলুর রহমান (৫৮), নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আসমা বেওয়া (১০৫) ও ধুনট উপজেলার ধনঞ্জয় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন বাংলানিউজকে জানান, করোনায় আক্রান্ত আনোয়ার হোসেন গত ৯ জুন মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্টের পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

টিএমএসএস মেডিক্যাল কলেজের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম রুবেল বাংলানিউজকে জানান, সদর উপজেলার মাটিডালি এলাকার বাসিন্দা খলিলুর রহমান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। হাসপতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে আসমা বেওয়া (১০৫)  ও ধনঞ্জয় নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ১৮, ২০২০
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ