ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর সহায়তা পেলো আম্পানে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২০
প্রধানমন্ত্রীর সহায়তা পেলো আম্পানে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার

বরিশাল: প্রতিবন্ধী এবং ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করেছে বরিশালের জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসব সহায়তা ‍প্রদান করা হয়।

এসব পরিবারকে ১৫৫ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকা অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবার প্রবেশন অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল সদর উপজেলার পিআইও মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।