ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

কালকিনি পৌর মেয়র করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, জুন ১৮, ২০২০
কালকিনি পৌর মেয়র করোনা আক্রান্ত

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার (৪০) করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ১২ জুন পরীক্ষার জন্য নমুনা দেন পৌর মেয়র এনায়েত হোসেন।

এর পাঁচদিন পর বুধবার (১৭ জুন) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসা তার ফলাফলে তিনি করোনা পজিটিভ হন। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে আইসোলেশন থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
মেয়র এনায়েত হোসেন কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।  
দলীয় নেতা-কর্মীরা বাংলানিউজকে জানান, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে ছিলেন মেয়র এনায়েত হোসেন হাওলাদার। পৌরসভার প্রতিটি এলাকায় তিনি ত্রাণ সহযোগিতা দিয়েছেন।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ বাংলানিউজকে বলেন, করোনা পজিটিভ ফলাফল আসার আগে থেকেই তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বাসাতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে ভালো আছেন।  
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।