bangla news

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ১১ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৮ ৩:১০:০২ পিএম
ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: বাংলানিউজ

ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দু’টি গ্রামে ঝড়ে অন্তত ১১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। প্রচণ্ড বাতাসে ডালপালা ভেঙে উপড়ে পড়ে গাছ। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার বাসুদেব, আহরন্দ দক্ষিণপাড়া এলাকায় এ ঝড় বয়ে যায়। এতে তিনটি বাড়ি সম্পূর্ণ ও আটটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন, গ্রাম দু’টি পরিদর্শন করেছি। গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলাপ করে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান টিন ও নগদ ছয় হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের এক বান টিন ও নগদ তিন হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ব্রাহ্মণবাড়িয়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-18 15:10:02