ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জনকে ঢাকায় প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০২০
করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জনকে ঢাকায় প্রেরণ

ফেনী: পরিবারের ইচ্ছায় করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলের মধ্যে তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, সিভিল সার্জনের স্ত্রীও একজন চিকিৎসক।

তার সিদ্ধান্ত মোতাবেক সাজ্জাদ হোসেনকে ঢাকায় পাঠানো হচ্ছে।

গত শুক্রবার (১২ জুন) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে পাওয়া ফলাফলে সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে। তখন থেকে তিনি সদর উপজেলার লেমুয়া এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান। এরই মাঝে রোববার (১৪ জুন) শ্বাসকষ্ট অনুভব হলে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি হন তিনি। পরে আজ বৃহস্পতিবার সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার সিভিল সার্জনের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০২০ 
এসএইচডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।