bangla news

তিন মাস ধরে ঘরবন্দি মেহজাবীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৮ ২:৫৪:২৩ পিএম
মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী

দেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ঘরবন্দি থাকার তিন মাস পূরণ হয়েছে। নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য এত লম্বা সময় ধরে ঘর থেকে বের হননি তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) মেহজাবীন ফেসবুকে লেখেন, ‘আমার হোম কোয়ারেন্টিনের তিন মাস পূরণ হয়েছে।’

হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মেহজাবীনকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে। ঘরবন্দি থাকার দিনগুলোতে রান্না করে, ইয়োগা-শরীরচর্চা করে এবং পরিবারের সঙ্গে সময় কেটেছে তার। এর সবকিছুই তিনি ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন।

গত ২২ মার্চ থেকে টেলিভিশন নাটকের সব ধরনের শুটিং বন্ধ ছিল। প্রায় আড়াই মাস পর ১ জুন থেকে শুটিং আবার শুরু হয়েছে। তবে মেহজাবীনকে এখন পর্যন্ত কোনো শুটিংয়ে অংশ নিতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০২০
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-18 14:54:23