bangla news

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিএসটিআইয়ে নতুন ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৮ ২:০৫:০৮ পিএম
আতিকুল হক ও নজরুল আনোয়ার, ফাইল ফটো

আতিকুল হক ও নজরুল আনোয়ার, ফাইল ফটো

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক।

আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এই দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে দুই প্রতিষ্ঠানের ডিজি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। আর বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন আগামী ২৯ জুন অবসরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমআইএইচ/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সরকার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-18 14:05:08