ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০২০
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

চাঁদপুর: করোনা উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুরে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ জুন) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

চাঁদপুর হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০), হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০) এবং পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০)।

আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাতে মারা যান লাভলী ও সুশী এবং বৃহস্পতিবার সকালে মোহাম্মদ হোসেন।  

চাঁদপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বাংলানিউজকে জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তাদের দাফন ও দাহ সম্পন্ন করবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।