bangla news

স্বাস্থ্যবিধি না মানায় সাভারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৮ ১১:৩৪:৫৪ এএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় এক ফার্মেসি, তিন রেস্টুরেন্ট ও ছয় পথচারীকে ৬১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৭ জুন) সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহফুজের জরিমানা করেন। 

অভিযানে এসময় মাস্ক পরিধান না করায় ছয় পথচারীকেও জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহফুজ বাংলানিউজকে জানান, সরকার সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার পর জনগণকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করার জন্য তাগিদ দেওয়া হয়। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অপরাধ প্রতিরোধে সাভারে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেসময় বেশি মূল্য রাখা, স্বাস্থ্যবিধি না মানা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সাভার সিটি সেন্টারের একটি ফার্মেসি, বাজার বাসস্ট্যান্ডের নীহারিকা হোটেল, মোল্লা হোটেল ও থানা রোডের দীগন্ত রেস্টুরেন্টসহ মাস্ক পরিধান না করায় ছয়জনকে মোট ৬১ হাজার ৭০০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-18 11:34:54