ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ১৮, ২০২০
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় রত্না আক্তার (২১) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার একটি বাড়ির কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

রত্না গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হলুদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা।

তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির বাংলানিউজকে জানান, রত্নার স্বজনদের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে কক্ষের তালা ভেঙে নিহতে মরদেহ উদ্ধার করা হয়।  
মঙ্গলবার (১৬ জুন) রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকারী নিজেই রত্নার আপন ভাইকে ফোনে জানান, তিনি রত্নাকে হত্যা করে ফেলে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য গোপন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।