ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুন ১৮, ২০২০
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে ইয়াদ আলী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ইয়াদ আলী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া এলাকার মৃত তেতুল মন্ডলের ছেলে।

জানা যায়, গত শনিবার (১৩ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ইয়াদ আলীর করোনা পজেটিভ শনাক্ত হলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বাংলানিউজকে জানান, ইয়াদ আলী করোনা আক্রান্তসহ নানা রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি বুধবার বিকেলে মারা যান।

ফিলিপনগর মাঠপাড়া গ্রামে করোনা স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের তত্ত্বাবধানে ইয়াদ আলীর দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।