ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বিকেলে পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত, সন্ধ্যায় মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, জুন ১৮, ২০২০
বিকেলে পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত, সন্ধ্যায় মৃত্যু

নোয়াখালী: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পর মারা গেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চন্দ্র দাস (৬৩)। 

তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। উপজেলার চেয়ারম্যানঘাটে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

এনিয়ে জেলাটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন খোকন চন্দ্র দাস। পরবর্তীতে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। এরমধ্যে বুধবার বিকেলে খোকনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই ইউনিটে তার মৃত্যু হয়। এছাড়াও করোনা উপসর্গে নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা গেছেন সুবর্ণচরের আরও এক ব্যক্তি (৭৫) ও বেগমগঞ্জের এক নারী (৬৫)।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।