ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
সুন্দরগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) রাতে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ইউএনও লুতফুল হাসান শনিবার (১৩ জুুন) জ্বরসহ শারীরিক দুর্বলতা  অনুভব করেন।

 বিষয়টি জানতে পেরে তাকে  আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। পরে সোমবার (১৫ জুন) তার নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার (১৭ জুন) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

তিনি জানান,  ইউএনও কাজী লুতফুল হাসান বর্তমানে সুস্থ আছেন। তার করোনার কোনো উপসর্গও নেই।  

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে সুন্দরগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন কাজী লুতফুল হাসান।  

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।