ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্ত আরও ৫২ পুলিশ সদস্য সুস্থ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুন ১৮, ২০২০
করোনা আক্রান্ত আরও ৫২ পুলিশ সদস্য সুস্থ 

ঢাকা: গত দুই দিনে বাংলাদেশ পুলিশের আরও ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। 

তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিশেজ্ঞ চিকিৎসকরা তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করেন।  

বুধবার (১৭ জুন) বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের বিদায় জানায়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বাংলানিউজকে জানান, বাংলাদেশ পুলিশে করোনায় আক্রান্ত সদস্যরা কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ছাড়াও বিভাগীয় আধুনিক হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ পর্যন্ত চার সহস্রাধিকের বেশি করোনায় আক্রান্ত পুলিশ সদস্য করোনা মুক্ত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পুনরায় পালন করছেন।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ