bangla news

শ্যামনগরে টর্নেডোয় অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৯:২১:১০ পিএম
শ্যামনগরে টর্নেডোয় অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

শ্যামনগরে টর্নেডোয় অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাত্র দুই মিনিটের টর্নেডোয় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ও ঈশ্বররীপুর ইউনিয়নের উপর দিয়ে এই টর্নেডো বয়ে যায়। এতে অসংখ্য গাছপালাও উপড়ে পড়েছে।  

অধিকাংশ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও হেতালখালী, কচুখালী ও ধুমঘাট গ্রামের সাহেব আলী, ফজের গাজী, শহীদ গাজী, আব্দুল আজিজ, মোহাম্মদ কাগুজী, নুর ইসলাম, মোবারক সানার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় শরিফুল ও নাজমুল হোসেন বাংলানিউজকে জানান, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যে দুই মিনিট স্থায়ী টর্নেডোতে এলাকার অসংখ্য ঘরের ছাউনি উড়ে গেছে।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ক্ষয়ক্ষতির বিবরণ চাওয়া হয়েছে। 

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 21:21:10