bangla news

ঢাকসুর ভিপি নুরকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৮:৫৯:০০ পিএম
নুরুল হক নুর। ফাইল ছবি

নুরুল হক নুর। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুল হক নুর।

বুধবার (১৭ জুন) রাজধানীর শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি জিডি (নম্ব-৬৬৩) লিপিবদ্ধ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৬ জুন) তার ফোনে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে কে বা কারা হত্যার হুমকি দেয়। এ নম্বর থেকে হত্যার হুমকির একই মেসেজ তার সংগঠনের ৪০ জনের ফোনে আসে।

এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন নুরুল হক নুর।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০২০
পিএম/এইচএডি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 20:59:00