বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কুটি বাজারের পাশে পোস্ট অফিসের পেছনে লোহার সিঁড়িতে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে। সুমাইয়া কুটি গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই গ্রামের বেলাল মিয়ার মেয়ে।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই কিশোরীর মরদেহ উদ্ধার করি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনের জন্য তদন্ত চলছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এনটি