bangla news

শ্রমিকের টাকা আত্মসাৎ, সাজাপ্রাপ্ত মালিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৭:৫৯:০৮ পিএম
জেলার মানচিত্র

জেলার মানচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শ্রমিকের টাকা আত্মসাৎ করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি নাভানা ফার্নিচারের মালিক লোকামান আহম্মদ ও ব্যবস্থাপক আরিফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা নাভানা ফার্নিচার মালিক লোকামান আহম্মদ ও একই এলাকার একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফুর রহমান।

সদর মডেল থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, শ্রম আইনের মামলায় নাভানা ফার্নিচারের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আদালত থেকে ছয় মাসে সাজার দুটি ওয়ারেন্ট হয়ে  চলতি মাসে আমাদের থানায় আসে। সে ওয়ারেন্টে বুধবার তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এমকেআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 19:59:08